মোহনবাগানের এই ডার্বির নায়ককে সই করাতে আগ্রহী ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে এখনও অবধি সুবিধা করতে পারেনি ইস্টবেঙ্গল। আপাতত ওড়িশা থেকে নন্ধকুমার ও চেন্নাইন থেকে এডুইন ভান্সপলকে সই করাতে পেরেছে লাল-হলুদ ব্রিগেড।
এই পরিস্থিতিতে এবার মোহনবাগান সুপার জায়ান্টসের এই তারকাকে সই করাতে উদ্যোগ নিয়েছে ইস্টবেঙ্গল। যা খবর, মোহনবাগানের বিদেশী ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল।
শোনা যাচ্ছে, ব্রেন্ডন হ্যামিলকে রেখে দিতে আগ্রহী মোহনবাগান। ইতিমধ্যেই তিরি ক্লাব ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন, অন্যদিকে স্লাভকোকেও ছাড়তে পারে সবুজ-মেরুণ ব্রিগেড। আর এই সুযোগ নিয়ে স্লাভকোকে নিতে পারে ইস্টবেঙ্গল।
আইএসএলের গত ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছিলেন স্লাভকো, যে সময়টা সুযোগ পেয়েছেন, ভালো খেলেছেন মোহনবাগানের হয়ে। যা খবর, আগামী কয়েক দিনের মধ্যে স্লাভকো ও তার এজেন্টের সাথে কথা শুরু করবে ইস্টবেঙ্গলের রিক্রুটাররা।