'মোহনবাগান বিক্রি হয়ে আইএসএল খেলতে পারে, ইস্টবেঙ্গল নয়', মন্তব্য করলেন ইস্টবেঙ্গল সচিব...

নিজস্ব প্রতিনিধি: কোয়েস এখনও ইস্টবেঙ্গল ক্লাবকে স্পোর্টিং রাইটস না দেওয়ায়, ফেডারেশনের কাছে লাইসেন্সিং প্রক্রিয়া ঝুলে রয়েছে ইস্টবেঙ্গলের। এই নিয়ে অবশ্য খুব একটা মন্তব্য করতে চাইলেন না ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার। কারণ এর কোনও সারবত্তা আছে বলে তিনি মনে করেন না।
কিন্তু এর সঙ্গেই যে জড়িয়ে আছে বলবন্ত, লিংডো, চুলোভাদের চুক্তি। ফেডারেশনকে ক্লাবের মালিকানাধীন সংস্থার নাম না জানালে, ২০ জন ফুটবলারের চুক্তির যে কোনও দাম থাকবে না। তাঁদের সঙ্গে তো ক্লাবের লেটারহেডে চুক্তি। যে চুক্তি ফেডারেশনের কাছে মান্যতা পাচ্ছে না। অবৈধ্য বলে গণ্য করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে লাল-হলুদ ক্লাবের সচিব বলেন,' চুক্তি যদি অবৈধ্য হয়, তাহলে আমাদের বিরুদ্ধে কেস ফাইল করুক। সমস্যা কোথায়!'
কিন্তু মোহনবাগান এটিকের সঙ্গে যুক্ত হয়ে আইএসএল খেলবে। সেখানে কি দেশের এক নম্বর লিগে ইস্টবেঙ্গল খেলবে না? অগণিত লাল-হলুদ সমর্থকরা প্রত্যাশা করে বসে আছেন। মোহনবাগান খেললে, আগামী মরশুমে ইস্টবেঙ্গলও আইএসএল খেলবে। কল্যাণ মজুমদার বলেন, 'আমি মনে করি না অন্য ক্লাব খেলবে বলে আমাদের খেলতে হবে, এই প্রত্যাশা নিয়ে সমর্থকরা বসে আছেন। মোহনবাগান বিক্রি হয়ে খেলতে পারে। ইস্টবেঙ্গল সেটা পারে না।'
তবে কলকাতা লিগ খেলতে কোনও সমস্যা নেই ইস্টবেঙ্গলের। সেটা গতকাল জানিয়েছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। কল্যাণ মজুমদারের কথায়, 'এ আর নতুন কী! ১০০ বছরের একটা ক্লাব। আগেও খেলেছে। এখনও খেলবে।'