ট্রান্সফার মার্কেটে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের, নিশ্চিত হয়েও অনিশ্চিত হয়ে গেলেন এই বিদেশি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে সাফল্যের আনন্দে মজে ইস্টবেঙ্গল সমর্থকরা। কিন্তু এরই মাঝে ট্রান্সফার উইন্ডোতে ধাক্কা খেল লাল-হলুদ ব্রিগেড। একেবারে নিশ্চিত হয়ে যাওয়া এই বিদেশিকে পাবে না লাল-হলুদ ব্রিগেড।
আরও পড়ুন - ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আবেগঘন বার্তা লিখলেন বোরহা হেরেরা
ফিটনেস টেস্ট পাশ করতে পারেননি ৩৪ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড ইয়াগো ফালকে সিলভা। এর আগে শিনবোন ভেঙে যাওয়ার মত বড় চোট পেয়েছিলেন ফালকে। সেই চোটের জেরে গত আগস্ট মাস থেকে বাইরে ছিলেন ইয়াগো। তবে যা খবর, তাতে ফিটনেস টেস্ট পাশ করতে পারেননি ইয়াগো। এছাড়া ইয়াগোর ভিসা সমস্যাও রয়েছে। ফলে ইয়াগোর আসাটা অনেকটাই অনিশ্চিত হয়ে গেল লাল-হলুদ ব্রিগেডের জন্য।
এর ফলে যা সম্ভাবনা, তাতে থেকে যাবেন স্প্যানিশ ফরোয়ার্ড জাভিয়ের সিভেরিও তোরো। সদ্য সুপার কাপে প্রথম ম্যাচ বাদে প্রতিটি ম্যাচেই নিয়মিত শুরু করেছেন সিভেরিও, দুটি গোলও করেছেন। ফলে সিভেরিওর উপর ভরসা রাখতে পারেন কোচ কার্লেস কুয়াদ্রাত।
আরও পড়ুন - দুরন্ত ইংল্যান্ডকে হারাতে রোহিতদের এই কাজ করার পরামর্শ দিলেন অনিল কুম্বলে
এদিকে বোরহা হেরেরার জায়গায় নিশ্চিত হয়ে গিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভাসকেজ।