ইস্টবেঙ্গলের সঠিক মালিকানাধীন সংস্থার নাম জানতে চাইল ফেডারেশন...

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: এএফসি ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ার জন্য ইস্টবেঙ্গলের কাছে সঠিক মালিকানাধীন সংস্থার নাম জানতে চাইল ফেডারেশন। এআইএফএফ সচিব কুশল দাস বলেন, 'ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ার জন্য ইস্টবেঙ্গলের কাছে আমরা সব বিষয়টা পরিষ্কার করে জানতে চেয়েছি। কেননা আমাদের হাতে আর সময় নেই। তাই ইস্টবেঙ্গল ক্লাবকে বলেছি, যত দ্রুত সম্ভব বিষয়টি জানাতে।'
তার প্রতি উত্তরে ইস্টবেঙ্গলের এক কর্তা বলেন, 'ফেডারেশনকে উপযুক্ত কাগজপত্র দেওয়ার জন্য আমরা বিনিয়োগকারী সংস্থার চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। এই বিষয়টা আমাদের সলিসিটর ফার্ম দেখছে।'
২০১৮ সালের জুলাই মাসে ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধে বেঙ্গালুরুর এই বিলগ্নিকারক সংস্থা। ৭০-৩০ অনুপাতে। দু-বছর যেতে না যেতেই তাদের মধ্যে বাড়তে থাকে তিক্ততা। সেটা এমন পর্যায়ে যায় যে, ২০২০ মে' মাসের আগেই সব ফুটবলার ছেড়ে দেয় কোয়েস ইস্টবেঙ্গল। এখন তারা ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অবস্থায় দাঁড়িয়ে আছে। তার প্রক্রিয়াও চলছে। আর ফেডারেশনও এই সময় ক্লাবের সঠিক মালিকানাধীন সংস্থার নাম জানতে চাইছে, ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ার জন্য।