ইভান গোঞ্জালেজ ও অ্যালেক্স লিমা সহ পাঁচ বিদেশী ফুটবলারের সাইনিং ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কবে আসবে বিদেশীরা? কবে ঘোষণা হবে নতুন বিদেশী? এই চিন্তায় বিভোর ছিল লাল-হলুদ সমর্থকরা। এবার শুক্রবার একেবারে পাঁচজন বিদেশীর সাইনিংয়ের কথা ঘোষণা করে চমকে দিল ইমামি ইস্টবেঙ্গল এফসি।
এই পাঁচ বিদেশীর মধ্যে ইভান গোঞ্জালেজের নাম আগেই জানত ইস্টবেঙ্গল সমর্থকরা, এবার তাকে চুক্তিবদ্ধ করল লাল-হলুদ ব্রিগেড। এছাড়া শুক্রবার মধ্যরাতে এক্সট্রা টাইম বাংলা জানিয়েছিল, ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমাকে সই করাবে ইস্টবেঙ্গল। এবার তাতে শিলমোহর দিল ইমামি ইস্টবেঙ্গল এফসি।
এদিকে বাকি তিন বিদেশীরা হলেন, সাইপ্রাসের মিডফিল্ডার চারালাম্বোস কাইরিয়াকৌ এবং ব্রাজিলের দুই ফরোয়ার্ড ক্লেইটন সিলভা ও এলিয়ান্দ্রো।
সাইপ্রাস জাতীয় দলের রাইট ব্যাক ৩২ বছর বয়সী চারালাম্বোস কাইরিয়াকৌ। সাইপ্রাসের ঘরোয়া লিগের সমস্ত ট্রফি জিতেছেন এই ডিফেন্ডার। খেলেছেন ওমোনিয়া, ডোক্সা কাটোকোপিয়াস, এথনিকোস আচনা ও এইএল লিমাসোলের মত সাইপ্রট ক্লাবে।
এবং ইমামি ইস্টবেঙ্গল ঘোষণা করেছে, শনিবার কলকাতায় অবতরণ করবেন কাইরিয়াকৌ। ইমামি ইস্টবেঙ্গল এফসির প্রথম বিদেশী হিসেবে কলকাতায় আসবেন এই সাইপ্রট ডিফেন্ডার।
এদিকে ব্রাজিলের ফরোয়ার্ড এলিয়ান্দ্রো ব্রাজিল ছাড়া পর্তুগাল, লিথুয়ানিয়া, মলটা ও থাইল্যান্ডের অসংখ্যা ক্লাবে খেলেছেন। ক্রুজেইরো ও ন্যাসিওনালের মত ক্লাবে খেলেছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। থাই লিগে গত আড়াই মরশুমে ২৩টি গোল করেছেন এলিয়ান্দ্রো।
এবং সব শেষে, ভারতীয় ফুটবলে অত্যন্ত পরিচিত নাম ক্লেইটন সিলভা। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড গত দুই মরশুমে বেঙ্গালুরু এফসির অন্যতম চালিকাশক্তি ছিলেন। গত দুই মরশুমে বেঙ্গালুরুর হয়ে ৩৭ ম্যাচে ১৬টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন ক্লেইটন।
সব মিলিয়ে, ডুরান্ড কাপের আগে এই বড় ঘোষণা করে সমর্থকদের কিছুটা স্বস্তি দিল ইমামি ইস্টবেঙ্গল এফসি।