আবারও নিজেদের বড় টার্গেটকে হারাল ইস্টবেঙ্গল, সই করতে চলেছেন মুম্বই সিটি এফসিতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফের নিজেদের আরও এক টার্গেটকে হাতছাড়া করল ইস্টবেঙ্গল। গত আইলিগের সেরা গোলকিপার ভাস্কর রায়ের সাথে কথাবার্তা অনেকটাই এগিয়েছিল ইস্টবেঙ্গলের। কিন্তু শেষ অবধি, অপেক্ষার বাঁধ ভেঙে গেল ভাস্করের।
যা খবর, মুম্বই সিটি এফসিতে সই করতে চলেছেন ২৮ বছর বয়সী এই গোলকিপার। ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা না করতে পেরে শেষ অবধি মুম্বইতেই যোগ দিতে চলেছেন ভাস্কর। গত মরশুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে আইলিগে আটটি ক্লিনশিট দিয়েছিলেন ভাস্কর।
গত আইএসএলে মুম্বইয়ের অন্যতম দূর্বল জায়গা ছিল গোলকিপিং। মহম্মদ নাওয়াজ ও ফুরবেন লাচেনপারা সেই পারফর্মেন্স দিতে পারেননি, যার ফলে প্লেঅফসেও উঠতে পারেনি মুম্বই। আর সেই কারণে আইলিগের সেরা গোলকিপারকে সই করিয়ে শক্তি বাড়াতে চলেছে মুম্বই।
আর এর ফলে ধরে নেওয়াই যায়, অমরিন্দর সিংয়ের মুম্বই সিটি এফসিতে যোগ দেওয়ার জল্পনায় ইতি ঘটল। স্পেনে এটিকে মোহনবাগানের গোলকিপারদের শিবিরে জায়গা পাননি অমরিন্দর। আর এর ফলে জল্পনা ছিল, মুম্বইতে চলে যেতে পারেন তিনি। কিন্তু শেষ অবধি ভাস্করের উপরেই ভরসা রাখতে চলেছে মুম্বই।