ইস্টবেঙ্গল আমায় নয়া সুযোগ দিল! পুরোনো কোচের সাথে জুড়তে পেরে খুশি ড্যারেন সিডোয়েল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একেবারে সকলকে অবাক করে দিয়ে ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েলকে সই করল এসসি ইস্টবেঙ্গল। এক বছরের চুক্তিতে আয়াক্সের যুব দলের এই ফুটবলার আসছেন লাল-হলুদ ব্রিগেডে।
আর এই সুযোগের জন্য ইস্টবেঙ্গলের কাছে কৃতজ্ঞ সিডোয়েল। এসসি ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সিডোয়েল বলেছেন, "এসসি ইস্টবেঙ্গল আমায় নয়া সুযোগ দিল। আমি ইউরোপের কিছু দেশে খেলেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছি। আমি শিখতে ইচ্ছুক এবং আমি বিশ্বাস করি আমি ইন্ডিয়ান সুপার লিগ খেলে নিজেকে আরও উন্নত করব।"
এদিকে এসসি ইস্টবেঙ্গলের নয়া স্প্যানিশ কোচ মানোলো ডিয়াজের সাথে আবারও মিলিত হচ্ছেন ২৩ বছরের এই ডাচ মিডফিল্ডার। এর আগে স্প্যানিশ ক্লাব হার্কুলেসে মানোলোর অধীনে খেলেছেন ড্যারেন। আর এই পুনর্মিলন নিয়ে সিডোয়েল বলেছেন, "আমি কোচের অধীনে স্পেনে খেলেছি এবং এটি অনেক সাহায্য করে। আমাদের খুব ভালো বোঝাপড়া রয়েছে এবং মুখিয়ে থাকব ওনার সাথে আবারও মিলিত হওয়ার।"
এদিকে আয়াক্সের মত বড়সড় ইউথ সিস্টেম থেকে উঠে আসা ড্যারেন নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন সতীর্থদের সাথে। এছাড়া ইস্টবেঙ্গল সমর্থকদেরও খুব মিস করবেন বলে জানিয়েছেন এই ডাচ ফুটবলার।
এই নিয়ে ড্যারেন বলেছেন, "প্রত্যেকে আয়াক্সের ইউথ সিস্টেম কতটা ভালো সেই নিয়ে কথা বলে। আমি গর্বিত এমন এক সিস্টেমের সাথে জুড়তে পেরে। আমি নিজের অভিজ্ঞতা আমার নয়া ক্লাব এসসি ইস্টবেঙ্গলের সতীর্থদের সাথে শেয়ার করব। এটি এশিয়ার অন্যতম বড় ক্লাব এবং আমি জানি এখানকার সমর্থকরা কতটা আবেগপ্রবণ। স্ট্যান্ডে ওদের না দেখতে পেয়ে খুব মিস করব কিন্তু এই পরিস্থিতিতে অন্য কোনও উপায়ও নেই। ওরা আত্মিকভাবে আমাদের সাথে প্রতিটি ম্যাচে থাকবে। শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না।"
এদিকে পুরোনো ছাত্রকে ফিরে পেয়ে খুশি লাল-হলুদের হেডস্যার। ক্লাবের মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মানোলো ডিয়াজ বলেছেন, "আমি খুশি ড্যারেনকে আমার পরিকল্পনায় আবারও পেয়ে। বয়স ওর সাথে আছে আর খুব পরিশ্রমী। মাঠের সর্বত্র ও খেলতে পারে এবং ও একজন ইউটিলিটি খেলোয়াড়। আমার খুব ভালো কথা হয়েছে ওর সাথে এবং ও মাঠে নামার জন্য মরিয়া।"
ড্যারেন সিডোয়েল চলতি মরশুমে এসসি ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশী। এর আগে আমির ডেরভিসেভিচ, টমিস্লাভ মর্সেলা, ফ্রানহো পর্চে ও ড্যানিয়েল চিমাকে সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল।