মাত্র এক টাকার বিনিময়ে মহমেডান স্পোর্টিংয়ের এই নয়া দায়িত্ব নিলেন দীপেন্দু বিশ্বাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মহমেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব হিসেবে স্বল্প সময়ে সাফল্যের সাথে কাজ করে এসেছেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এবার শুধু প্রশাসনিক দিকে নয়, ফুটবলগত দিকেও নজর দিতে চান দীপেন্দু। আর সেই কারণে গ্রহণ করলেন এই নয়া দায়িত্ব।
চলতি মরশুমে মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রোফেশনাল ম্যানেজারের দায়িত্ব পালন করবেন দীপেন্দু। মাত্র এক টাকা বেতনে এই গুরুদায়িত্ব পালন করবেন তিনি। এই নিয়ে মহমেডান সচিব দানিশ ইকবাল ও কর্তা কামারউদ্দিন উদ্যোগ নেন। এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন ইনভেস্টর বাঙ্কারহিলের অধিকর্তা দীপক কুমার সিংয়ের।
আর এই দায়িত্বের জেরে কোচ আন্দ্রে চেরনিশভের সাথে টেকনিকাল এরিয়ায় উপস্থিত থাকবেন দীপেন্দু। একপ্রকার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফুটবলার ও সাপোর্ট স্টাফদের নানা সাহায্য প্রদানের বাড়তি দায়িত্ব রয়েছে দীপেন্দুর এই নয়া পেশায়। এবং ক্লাবের প্রতি ভালোবাসায় মাত্র এক টাকা বেতনে তিনি এই দায়িত্ব নিলেন।