কলকাতা লিগ জয় অনুপ্রাণিত করবে সমর্থকদের, জানালেন দিপেন্দু বিশ্বাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পর পর দুইবার কলকাতা লিগ জয় মহামেডান স্পোর্টিং ক্লাবের। এইবছর সুপার ৬ রাউন্ডে অপরাজেয় জোসেফ-ফায়াজের দল। আজ কলকাতা ডার্বিতে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে সমতায় ফেরে মহামেডান।
মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব এবং দলের ম্যানেজার দিপেন্দু বিশ্বাস দলের বুদ্ধিদীপ্ত খেলায় উচ্ছ্বসিত। এক্সট্রা টাইম বাংলাকে প্রাক্তন ভারতীয় ফুটবলার জানালেন, "দল যেভাবে শেষ মুহূর্তে উসমানের উচ্চতাকে ব্যবহার করল। অর্থাৎ শেষ চেষ্টা তা প্রশংসনীয়। আগে এমন পরিকল্পনা দেখা যেত। গোলটি ছাড়াও এই স্ট্র্যাটেজিতে আরও দুটি গোল হত। কিন্তু বারে লাগলো। কোচের এটি খুবই ভালো সিদ্ধান্ত।"
আজকের কিশোর ভারতী স্টেডিয়ামেই আইলিগের হোম ম্যাচ খেলতে চলেছে মহামেডান দল। আইলিগের জন্যে মাঠের পরিধিও বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। মাঠের সম্পর্কে দিপেন্দু বিশ্বাস জানিয়েছেন, "এই মাঠ আইলিগের জন্য ভালো হবে।"
পর পর দুই বার কলকাতা লিগ জয় নিয়ে তিনি বলেন, "এই লিগ জয় আমাদের খেলোয়াড়দের থেকেও বেশি অনুপ্রাণিত করেছে আমাদের সমর্থকদের। ১৯৪০-৪১ এর পর আবার কলকাতা লিগ জয় দর্শকদের জন্য অনেক বড় ব্যাপার।"