চার বছরের অসাধারণ সফরের পর বেঙ্গালুরু এফসিকে বিদায় জানালেন ডিমাস ডেলগাডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেঙ্গালুরু এফসির উত্থানের অন্যতম বড় কান্ডারি হিসেবে পরিচিত ছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ডিমাস ডেলগাডো। ওয়েস্ট ব্লক ব্লুজের সুর ও ছন্দের সাথে জড়িয়ে দিলেন ডিমাস। আর সমর্থকদের ভালোবাসার মানুষ চার বছরের এই সম্পর্ককে ছেড়ে বিদায় নিলেন ৩৮ বছরের এই ফুটবলার।
রবিবার বেঙ্গালুরু এফসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে, ক্লাব ছাড়ছেন প্রিয় 'এল মাগো'। এই নিয়ে ডিমাসের একটি সাক্ষাৎকারও প্রকাশ করে বেঙ্গালুরু এফসি, যেখানে তিনি ক্লাবের অভিজ্ঞতা ও সমর্থকদের ভালোবাসার কথা বলেছেন।
২০১৭ সালে অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন সিডনি থেকে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছিলেন ডিমাস। বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলে ৬৭টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার, গোল করেছেন চারটি। তিনি পরিচিত ছিলেন তার আগ্রাসী ফুটবলের জন্য। রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলতে পছন্দ করতেন ডিমাস। আর এই সময়কালে বেঙ্গালুরুর হয়ে জিতেছেন সুপার কাপ ও আইএসএল খেতাব।