চেন্নাইন এফসি থেকে লোনে এই তারকা আসছেন লাল-হলুদে, ইস্টবেঙ্গলে কামব্যাক জ্যাকিচাঁদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে চমক এসসি ইস্টবেঙ্গলের। মুম্বই সিটি এফসি থেকে লোনে তারকা ফুটবলার জ্যাকিচাঁদ সিংকে সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল। এদিকে লোনে চেন্নাইন এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার ধনপাল গণেশকে সই করেছে লাল-হলুদ ব্রিগেড।
২৭ বছর বয়সী মিডফিল্ডার ধনপাল গণেশ দীর্ঘ ৬ বছর ধরে রয়েছেন চেন্নাইনে। গত আইএসএলে ১০ ম্যাচ খেললেও মাত্র ৫৪ মিনিট খেলতে পেরেছেন ধনপাল। মূলত শারীরিক শক্তি নির্ভর ফুটবল খেলেন ধনপাল। এবং এর জেরে এসসি ইস্টবেঙ্গলের মাঝমাঠে অভিজ্ঞতার উদয় হল।
এদিকে চার বছর পর আবারও ইস্টবেঙ্গলে ফিরছেন তারকা উইঙ্গার জ্যাকিচাঁদ সিং। এক বছরের লোনে আসছেন লাল-হলুদ ব্রিগেডে। মূলত তার গতি ও ক্ষিপ্রতা মাত দিতে পারে প্রতিপক্ষের ডিফেন্সকে। তবে ফর্ম তেমন ভালো নেই জ্যাকির, আর সেই পুরোনো ফর্ম ফিরে পেতে এসসি ইস্টবেঙ্গলকে বেছে নিলেন জ্যাকি।