ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মাদ্রিদে নেই কেন? জানুন কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি স্পেন সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাথে এই সফরে গিয়েছেন মোহনবাগান এবং মহামেডান ক্লাবের কর্মকর্তারা। ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদেরও এই সফরে যাওয়ার কথা ছিল। তবে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের কোনও প্রতিনিধি পৌঁছাননি স্পেনের মাদ্রিদ শহরে।
আরও পড়ুন- কলকাতা লিগে কি সিনিয়র দলের ফুটবলারদের খেলাবে মোহনবাগান?
লাল হলুদ ক্লাবের কোনো প্রতিনিধি না থাকার কারণ হিসাবে জানা যায় যে, ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ডঃ প্রণব দাসগুপ্তর যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ শারীরিক সমস্যার কারণে তিনি এই সফরে যেতে পারেননি। এবং সরকারও অনুমতি দেয়নি।
আরও পড়ুন- ঘোষিত হল এশিয়ান গেমসের ভারতীয় ফুটবল দল
পরবর্তীকালে ইস্টবেঙ্গল ক্লাবকে জানানো হয় যে বার্সেলোনা শহরে লাল হলুদ ব্রিগেডের তরফে অন্য কাউকে পাঠাতে হবে। এরপর ইস্টবেঙ্গল ক্লাবের সহ সচিব রূপক সাহা বার্সেলোনা যাওয়ার প্রস্তুতি শুরু করেন। দিল্লিতেও পৌঁছে যান তিনি। কিন্তু এরই মাঝে খবর আসে যে ১৩ সেপ্টেম্বর মাদ্রিদ যেতে হবে রূপক সাহাকে। কিন্তু ভিসা সমস্যার কারণে যেতে পারেননি তিনি।
যা খবর, ১৬ সেপ্টেম্বরের ভিসা পেয়েছেন ইস্টবেঙ্গল প্রতিনিধি। বার্সেলোনায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার অন্য দুই বড় ক্লাবের কর্মকর্তাদের সাথে যোগদান করবেন।