পিএসজিতে লিওনেল মেসির অধ্যায় শেষ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুই বছরেই মোহভঙ্গ! প্যারিস সেইন্ট জার্মেইনে আর থাকছেন না লিওনেল মেসি। সরকারিভাবে এই ঘোষণা করে দিলেন পিএসজির হেড কোচ ক্রিস্টোফার গল্টিয়ের। তিনি জানিয়েছেন, এই মরশুমই পিএসজির হয়ে মেসির শেষ।
আরও পড়ুন - সৌদিতে মেসি আসলে ক্রিশ্চিয়ানোর দেখানো পথ পূরণ হবে
আগামী রবিবার পার্ক ডে প্রান্সে ক্লেরমন্ট ফুটের বিরুদ্ধে পিএসজি জার্সিতে শেষ ম্যাচ খেলবেন মেসি। পিএসজির হয়ে চলতি মরশুমে লিগ ওয়ান খেতাব জিতেছেন লিও।
তবে মরশুমের মাঝপথেই মেসির সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল পিএসজির। পিএসজির প্রস্তাবিত চুক্তিবৃদ্ধিতে রাজি হননি মেসি। তার উপর অনুমতি না নিয়ে পরিবারকে নিয়ে সৌদি আরবে ছুটি কাটাতে গিয়ে মেসিকে নির্বাসিত করে পিএসজি। যার জন্য প্রকাশ্যে ক্ষমাও চাইতে হয় মেসিকে। সব মিলিয়ে চলতি মরশুমই মেসির পিএসজি দলের হয়ে শেষ মরশুম হওয়ার ছিল, এবার তাতে পড়ল সরকারি শিলমোহর।