বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে ফুটসল চ্যাম্পিয়নশিপে নামছে মহমেডান স্পোর্টিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই প্রথমবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজন করতে চলেছে ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ। আর এই টুর্নামেন্টের বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে নামছে মহমেডান স্পোর্টিং ক্লাব।
আগামী ৫ নভেম্বর দিল্লিতে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। গ্রুপ এতে রয়েছে ব্ল্যাক প্যান্থার্স, যেখানে রয়েছে বরোদা এফসি, সুপার স্ট্রাইকার্স এফসি ও চানমারি জোথান ফুটসল। আগামী ৫, ৭ ও ৯ নভেম্বর এই ম্যাচগুলি আয়োজিত হবে।
এই টুর্নামেন্টে মহমেডানের হেড কোচ হিসেবে থাকবেন জোসুয়া স্ট্যান ভাজ। এদিকে মিহির মিলিন্দ সহকারী কোচের ভূমিকা পালন করবেন। আর বেলাল আহমেদ খান টিম ম্যানেজার হিসেবে দলের সাথে যাবেন।