পিএসজি ছেড়ে কোথায় খেলবেন? এই দিনেই সিদ্ধান্ত নেবেন মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমের শেষে প্যারিস সেইন্ট জার্মেইন ছাড়ছেন লিওনেল মেসি। কিন্তু তারপর কি বার্সেলোনায় ফিরবেন লিও? এই নিয়ে জল্পনা রয়েছে বিস্তর।
এবার এই জল্পনাকে আরও বাড়ালেন বার্সেলোনা হেড কোচ জাভি। তিনি জানিয়েছেন, তার সাথে মেসির নিয়মিত কথা হয়েছে, এবং তিনি আশ্বস্ত করেছেন, মেসি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এই নিয়ে জাভি বলেছেন, "উনি আমায় জানিয়েছেন যে আগামী সপ্তাহে উনি একটি সিদ্ধান্ত নেবেন এবং আমাদের উচিৎ ওনাকে একা ছাড়া। শেষ অবধি, আমরা যদি লিওর কথা প্রতিদিন বলি, তাতে কোনও লাভ হবে না। শেষ অবধি উনি আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবেন এবং এখানে ২০০টি জল্পনা রয়েছে।"
আরও পড়ুন - পিএসজিতে লিওনেল মেসির অধ্যায় শেষ
সব মিলিয়ে, আগামী সপ্তাহের মধ্যে মেসি হয়ত সিদ্ধান্ত নেবেন, তিনি কোথায় খেলবেন। বার্সিলোনা ছাড়াও সৌদি আরবের আল হিলালেরও বিপুল অফার রয়েছে মেসির কাছে।