স্বপ্নপূরণের পথে কুয়াদ্রাত বাহিনী! জামশেদপুরকে হারিয়ে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কলিঙ্গ সুপার কাপে একই গ্রুপে ছিল দুই ঐতিহ্যশালী দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হেরে বিদায় নিয়েছিল মোহনবাগান। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। প্রথম সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।
এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ভাবে শুরু করে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে শুরু থেকেই দাপটের সঙ্গে শুরু করে লাল হলুদ ব্রিগেড। এদিন বোরহার পরিবর্তে ইস্টবেঙ্গলে শুরু থেকেই বিষ্ণুকে খেলায়। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দুরন্ত ফিনিশ করলেন হিজাজি। বাম প্রান্তের কর্ণার থেকে আসা বলে পিছন থেকে এসে হিজাজি গোল করেন। ৩৩ মিনিটেই প্রথম জামশেদপুর পরিবর্তন করতে বাধ্য হয়। স্টিভ আমব্রি চোট পেয়ে মাঠের বাইরে যান ও মাঠে আসেন সানান মহম্মদ। এরপর প্রথমার্ধে দুই দলই সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল করে ইস্টবেঙ্গল। এবার গোল করেন সিভেরিও। এরপর ক্রমাগত চাপ বাড়াতে থাকে কার্লোস কুয়াদ্রাতের দল। ৮২ মিনিটে পেনাল্টি পায় লাল হলুদ। কিন্তু বড় ম্যাচের জোড়া গোলদাতা ক্লেইটন এই ম্যাচে পেনাল্টি মিস করলেন। এরপর সুযোগ এলেও গোল করতে ব্যর্থ হয় লাল হলুদ ব্রিগেড। সব মিলিয়ে ২-০ গোলে জিতে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল।