কুয়েতের বিরুদ্ধে দলের সেরা তারকাকে ছাড়াই নামতে পারে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে কুয়েতের বিরুদ্ধে। ইতিমধ্যেই সেমি ফাইনালে যোগ্যতা অর্জন করেছে দুই দলই। কেবল কে গ্রুপে শীর্ষস্থান পাবে, সেই লড়াই দেখা যাবে এই ম্যাচে।
আরও পড়ুন - ড্র করলেও ক্ষতি নেই! কুয়েতের বিরুদ্ধে সাবধানী স্টিম্যাচ
যা সম্ভাবনা রয়েছে, এই ম্যাচে অধিনায়ক সুনীল ছেত্রীকে বেঞ্চে বসিয়ে শুরু করতে পারে ব্লু টাইগার্স। যদিও হেড কোচ ইগর স্টিম্যাচ ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৩তম স্থানে থাকা কুয়েতকে সমীহ করেছেন। তবে সম্ভাবনা রয়েছে শেষ ম্যাচে নিজের সেরা তারকাকে বিশ্রাম দেওয়ার।
এক্ষেত্রে সুনীলের পরিবর্তে শুরু থেকে খেলতে পারেন রহিম আলি। এদিকে শুরু থেকে আবারও খেলতে পারেন নাওরেম মহেশ সিং। অন্য প্রান্তে লালিয়ানজুয়ালা ছাংতে শুরু করতে পারেন।
এদিকে রোহিত কুমারের জায়গায় জিকসন সিং এবং আনোয়ার আলির জায়গায় শুভাশিস বসু ফিরতে পারেন প্রথম একাদশে। গোলের নীচে ফিরতে পারেন অমরিন্দর সিং।
অমরিন্দর সিং (গোলকিপার), নিখিল পুজারি, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান (অধিনায়ক), শুভাশিস বসু, জিকসন সিং, অনিরুধ থাপা, লালিয়ানজুয়ালা ছাংতে, সাহাল আব্দুল সামাদ, নাওরেম মহেশ সিং, রহিম আলি।