ভারতীয় ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলে আরও এক মহীরুহের পতন। প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব। মঙ্গলবার বিকেল নাগাদ হায়দ্রাবাদে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তিন প্রধানে দাপিয়ে খেলেছেন হাবিব, ড্রেসিংরুম সহ মাঠে লার্জার দ্যান লাইফ ভূমিকায় থাকতেন ভারতীয় ফুটবলের বড়ে মিঞা। মাত্র ২০ বছর বয়সে হায়দ্রাবাদ থেকে কলকাতায় খেলতে আসেন হাবিব।
আরও পড়ুন - এএফসি কাপে মোহনবাগানের প্রতিপক্ষ মাছিন্দ্রা এফসি কেমন দল?
১৯৬৮ সালে মোহনবাগানে সই করেন হাবিব। পরের বছর আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ ফলে হারানোয় বড় ভূমিকা নেন হাবিব। ১৯৭৭ সালে পেলের নিউ ইয়র্ক কসমসের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে খেলেন হাবিব। সেই ম্যাচের আগে যখন মোহনবাগানের ফুটবলাররা সমীহ করছিলেন পেলের কসমসকে, তখন ধমক দিয়ে তাদের চাঙ্গা করিয়ে দেন হাবিব।
বল পায়ে যেন জাদু দেখাতেন হাবিব। মাঝমাঠে রাজার মত খেলাকে নিয়ন্ত্রণ করতেন, এবং আক্রমণে ফরোয়ার্ডদের ঠিকানা লেখা পাস বাড়াতেন। তার মত এমন কঠিন মানসিকতার কোচ সব কোচেরই পছন্দের ছিল। ১৯৭০ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলে ছিলেন হাবিব। ভারতবর্ষের প্রথম পেশাদার ফুটবলারের তকমা পেয়েছিলেন তিনি।
তবে খেলোয়াড় হিসেবে যতটা সফল, প্রশিক্ষক হিসেবে পেশাদারি ফুটবলে সেভাবে সফলতা পাননি মহম্মদ হাবিব। তিন দফায় মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচিংয়ের দায়িত্ব নেন। এছাড়া বেঙ্গল মুম্বাই এফসির হয়েও কোচিং করিয়েছিলেন হাবিব। টাটা ফুটবল অ্যাকাডেমিতেও দায়িত্ব সামলেছেন হাবিব।
শেষ বয়সে দুরারোগ্য অ্যালজাইমার্স রোগে ভোগেন বড়ে মিঞা। নিজের অবিষ্মরণীয় কেরিয়ারের অধিকাংশই ভুলে গিয়েছিলেন হাবিব। এবার তিনি।চলে গেলেন না ফেরার দেশে।