ব্রাজিল খেলছে, আমরা কেন খেলছি না! আক্ষেপ প্রকাশ করলেন এমি মার্টিনেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নাম না করেই প্রকাশ্যে দেশের ফুটবল সংস্থার প্রতি আক্ষেপ প্রকাশ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সম্প্রতি শেষ হওয়া ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার দুটি ম্যাচ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন এমি মার্টিনেজ।
সম্প্রতি আর্জেন্টিনা ও ব্রাজিল দুটি করে প্রীতি ম্যাচ খেলেছে। যেখানে ব্রাজিল খেলেছে ইংল্যান্ড ও স্পেনের মত কঠিন ইউরোপীয় দেশের বিরুদ্ধে, সেখানে আর্জেন্টিনাকে খেলতে হয়েছে অপেক্ষাকৃত দূর্বল এল সালভাদোর ও কোস্টারিকার বিরুদ্ধে। যার ফলে সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনার ছোট দলের বিরুদ্ধে খেলা নিয়ে বেশ ট্রোলিং চলছে, যা গায়ে লেগেছে এমি মার্টিনেজের।
আরও পড়ুন - পরিচয় লুকিয়ে বিনা পয়সায় অটোতে ঘুরলেন এই কেকেআর তারকা! তারপর কী হল?
তিনি মনে করছেন, কোপা আমেরিকার আগে এই দূর্বল দেশগুলির বিরুদ্ধে খেলার থেকে ইংল্যান্ড বা স্পেনের মত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলাটা গুরুত্বপূর্ণ। আর এতেই আর্জেন্টিনা দলের প্রস্তুতি আরও জোরদার হবে।
এক সাক্ষাৎকারে এমি মার্টিনেজ বলেছেন, "এল সালভাদোরকে ছোট না করেই বলছি, বিশ্বমানের দলগুলোর বিপক্ষে খেলতে পারলেই আমাদের বেশি ভালো লাগত। ইউরোপে আমাদের ইংল্যান্ড, স্পেন বা সেরকম দলের সঙ্গে খেলা প্রয়োজন ছিল। কিন্তু তাদের সঙ্গেও আমাদের নিজেদের সেরাটা দিয়েই খেলতে হয়েছে। এল সালভাদোরের বিরুদ্ধে খেলাটা মারাকানায় ব্রাজিলের বিপক্ষে কিংবা লুসাইলে ফ্রান্সের বিপক্ষে খেলার মতোই। সব ম্যাচই আমাদের একইভাবে খেলতে হয়েছে।"
আরও পড়ুন - কামব্যাকে দুর্ধর্ষ ইনিংস খেলেও ভক্তদের চিন্তা বাড়ালেন মহেন্দ্র সিং ধোনি
যদিও সেই বিরতিতে দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশও খেলেছে শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে। চিলি ফ্রান্সের বিরুদ্ধে, ভেনেজুয়েলা ও ইকুয়েডর খেলেছে ইতালির বিরুদ্ধে, আর কলম্বিয়া খেলেছে স্পেনের বিরুদ্ধে।