চ্যাম্পিয়ন কোচ সের্জিও লোবেরার পরিবর্তে ডেস বাকিংহ্যামকে দায়িত্ব দিল মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে অসাধারণ সাফল্য অর্জন করেছিল মুম্বই সিটি এফসি। আর সেই সাফল্যের অন্যতম পুরোধা ছিলেন স্প্যানিশ কোচ সের্জিও লোবেরা। তবে এবার একে একে সকল খেলোয়াড় সরে যাওয়ার পর এবার সরে দাঁড়ালেন স্বয়ং লোবেরাও।
শুক্রবার মুম্বই সিটি এফসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, সের্জিও লোবেরার পরিবর্তে ইংরেজ কোচ ডেস বাকিংহ্যামকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩৬ বছর বয়সী এই তরুণ কোচ আসন্ন আইএসএলে মুম্বই সিটি এফসির দায়িত্ব নেবেন। যদিও সিটি ফুটবল গ্রুপের কোনও দলে দায়িত্ব পালন করবেন লোবেরা।
মাত্র ১৮ বছর বয়সে অক্সফোর্ড ইউনাইটেডে নিজের পেশাদারি কোচিং কেরিয়ার শুরু করেছেন বাকিংহ্যাম। দীর্ঘ ১০ বছর অক্সফোর্ড ইউনাইটেডে থাকার পর অস্ট্রেলিয়া এ লিগের দল ওয়েলিংটন ফিনিক্সে তিন বছর ছিলেন বাকিংহ্যাম। ২০১৮ সালে নিউজিল্যান্ড অনুর্ধ্ব ২০ দলের কোচ ছিলেন, তার পরের বছরেই সে দেশের অনুর্ধ্ব ২৩ দলের কোচ হন তিনি। এর মাঝে নিউজিল্যান্ড সিনিয়র দলের সহকারী কোচ ছিলেন।
২০২০ সালে মেলবোর্ন সিটি এফসির সহকারী হিসেবে যোগ দেন বাকিংহ্যাম, সেই মরশুমেই এ লিগ জেতে দল।