এসসি ইস্টবেঙ্গলের অনিশ্চয়তা নিয়ে চিন্তায় দেবজিৎ, আজীবন অপেক্ষা করতে রাজি নন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের সেরা পারফর্মারদের একজন হলেন দেবজিৎ মজুমদার। ৩৩ বছরের এই বঙ্গতনয় ১৫টি ম্যাচ খেলে ৫০টি সেভ দিয়েছেন, যার মধ্যে একাধিক নিশ্চিত গোল বাঁচিয়েছেন দেবজিৎ।
এর পর আগামী মরশুমেও দেবজিৎকে রাখতে চাইছে এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। কিন্তু বর্তমানে যে সমস্যা চলছে ক্লাব ও ইনভেস্টর শ্রী সিমেন্টের মধ্যে, তাতে নয়া খেলোয়াড় সই এবং পুরোনো খেলোয়াড়দের রেখে দেওয়ার বিষয়ে কাজ এগোচ্ছে না। এই পরিস্থিতিতে দেবজিতের কাছে রয়েছে ওড়িশা এফসির অফার।
এমন অবস্থায় বড় প্রশ্ন, দেবজিৎ কি তবে অপেক্ষা করবেন এসসি ইস্টবেঙ্গলের জন্য? এই নিয়ে খোলামেলা বক্তব্য রাখলেন এই বঙ্গতনয়। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে দেবজিৎ বলেছেন, “ব্যক্তিগতভাবে, আমি ইস্টবেঙ্গলেই থেকে যেতে চাই কিন্তু একটি অনিশ্চয়তা রয়েছে যা আমরা সবাই জানি। টিম ম্যানেজমেন্ট আমাদের বলেছেন যে ফাইনাল এগ্রিমেন্টের সমস্যা না মেটা অবধি তারা খেলোয়াড়দের সাথে কোনও চুক্তিতে এগোবে না এবঙ্গেই বিষয়ে আমাদের জানানো হয়েছে। যদি আমি ক্লাবের তরফ থেকে অফার পাই তাহলে আমি অবশ্যই থাকব কিন্তু যতক্ষণ না আমি অফার পাব, একটি চিন্তা থেকেই যায়।“
এরপর দেবজিৎ বলেন, “আমার কাছে কিছু অফার রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলা একটি আলাদা আবেগ যেহেতু আমি একজন বাঙালি খেলোয়াড়। আর এই একটি কারণে আমি অপেক্ষা করছি, কিন্তু আবারও বলছি, আমি সারাজীবন অপেক্ষা করে যেতে পারব না।“
এদিকে আইএসএলে এসসি ইস্টবেঙ্গল এবং নিজের পারফর্মেন্স নিয়ে দেবজিৎ বলেছেন, “ব্যক্তিগতভাবে, আমার জন্য একটি ভালো মরশুম কিন্তু দুর্ভাগ্যবশত, দল প্রত্যাশামত ফল পায়নি। কিন্তু বলতে হবে যে এটি একটি নতুন টিম। কিছু সময় লাগবে একসাথে আসার জন্য। সব মিলিয়ে এটি একটি ভালো মরশুম গেল আমার জন্য।“
১০ বছর বাদে এসসি ইস্টবেঙ্গলে যোগ দেওয়া দেবজিৎ বুঝিয়ে দিলেন, তিনি বেশিদিন অপেক্ষা করবেন না ক্লাবের অফারের জন্য। তারকা এই গোলকিপারকে পেতে আইএসএল ফ্র্যাঞ্চাইজিরা উদগ্রীব। তবে দেবজিৎ সেই ক্লাবেই থাকতে চাইবেন যেখানে তিনি গেম টাইম পাবেন, আর তার মধ্যে এসসি ইস্টবেঙ্গল একটি।