এসসি ইস্টবেঙ্গল রাখতে চাইলেও নয়া চ্যালেঞ্জের খোঁজে দেবজিৎ মজুমদার, নজরে ওড়িশা এফসি

সব্যসাচী ঘোষ : এবারের আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের অন্যতম সেরা পারফর্মার হলেন বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদার। ১৫টি ম্যাচ খেলেছেন দেবজিত লাল-হলুদ ব্রিগেডের হয়ে, গোলও খেয়েছেন অসংখ্য। কিন্তু নিশ্চিত গোলগুলি একক দক্ষতায় বাঁচিয়েছেন তিনি। এবারের আইএসএলে ৫০টি সেভ করেছেন তিনি। আর এর জেরে আগামী মরশুমেও এই বঙ্গতনয়কে রাখতে চাইছে এসসি ইস্টবেঙ্গল।
তবে যা জানা যাচ্ছে, তাতে এসসি ইস্টবেঙ্গল ছাড়তে পারেন এই তারকা গোলকিপার। লিগের শেষের দিকে প্রথম একাদশে সুব্রত পালের জায়গায় সুযোগ না পাওয়া নিয়ে অসন্তোষ ছিল দেবজিতের মধ্যে, আর সেই কারণে এবার নয়া চ্যালেঞ্জের খোঁজে রয়েছেন দেবজিত।
আর এরই মধ্যে দেবজিতকে টার্গেট করেছে লিগের লাস্ট বয় ওড়িশা এফসি। অর্শদীপ সিং এবং কমলপ্রীত সিংয়ের মত দুই ভালো গোলকিপার থাকলেও দেবজিতের অভিজ্ঞতাকে পেতে চাইছে তারা। জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রাথমিক কথাবার্তা শুরু করে দিয়েছে তারা। তবে এখনও এই নিয়ে চুড়ান্ত কিছুই হয়নি।
ক্লাব বনাম ইনভেস্টরের কাজিয়ায় খেলোয়াড়দের সাথে নতুন চুক্তিও করতে পারছেন না তারা। আর এর জেরে লাল-হলুদের তারকা খেলোয়াড়রা নয়া অপশনের খোঁজে থাকবেন, সেটিই স্বাভাবিক। আগামী মে মাস অবধি চুক্তিবদ্ধ দেবজিৎকে রাখতে গেলে এসসি ইস্টবেঙ্গলকে দ্রুত সমস্যা মেটাতে হবে।