ইস্টবেঙ্গল ছাড়লেন দেবজিত! যেতে চলেছেন এই ফ্র্যাঞ্চাইজিতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর অপেক্ষা করতে পারলেন না, এসসি ইস্টবেঙ্গল ছাড়লেন তারকা গোলকিপার দেবজিত মজুমদার। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করে নিজের বিদায়ের কথা জানান দেবজিত।
আর এর জেরে প্রশ্ন, ইস্টবেঙ্গলের তিনকাঠির নীচে ভরসা দেবজিত এবার কোন ক্লাবে যেতে চলেছেন? যা সম্ভাবনা, চেন্নাইন এফসি কিংবা ওড়িশা এফসিতে যাচ্ছেন এই বঙ্গতনয়। ইতিমধ্যেই দুই ক্লাব থেকে অফার এসেছে দেবজিতের কাছে, এবং শেষ অবধি দেবজিতই সিদ্ধান্ত নেবেন, কোন ক্লাবে যাবেন তিনি।
গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হতাশাজনক পারফর্মেন্সে ক্ষীণ আশার আলোর একজন ছিলেন দেবজিত। মরশুমে ৫০টির বেশি সেভ, গুরুত্বপূর্ণ গোলগুলি সেভ করেছেন। একজন নায়ক হিসেবে উঠে এসেছেন দেবজিত। ফলে দেবজিতের বিদায় ইস্টবেঙ্গলের বড় ধাক্কা।