মেহতাবের পর এবার দেবজিত ঘোষ! বাঙালি ফুটবল বুদ্ধিতেই ভরসা রাখছে মদন মহারাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মধ্যপ্রদেশের প্রথম পেশাদার ক্লাব হিসেবে উঠে এসেছে মদন মহারাজ এফসি। এবং নিজেদের ক্লাবে প্লেয়ার কাম মেন্টর হিসেবে নিযুক্ত করেছে প্রাক্তন মিডফিল্ডার মেহতাব হোসেনকে। এবার আরও এক প্রাক্তন বাঙালি ফুটবলারকে নিযুক্ত করল মদন মহারাজ।
প্রাক্তন ভারতীয় ফুটবলার দেবজিত ঘোষকে নিজেদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে মদন মহারাজ এফসি। রবিবার এমনই ঘোষণা করেছে ক্লাবটি। চলতি মরশুমে ক্লাবের দায়িত্ব থাকবে দেবজিতের উপরেই। আইএসএলে গত কয়েক বছর ধারাভাষ্য ও বিশ্লেষক হিসেবেও নাম করেছেন দেবজিত।
BOOOOOMMMMMM!!! ?? One of India's finest footballers of all time, a born leader and India's one of the best footballing...
Posted by Madan Maharaj FC on Sunday, August 29, 2021
আর এর জেরে বোঝা যাচ্ছে, ফুটবলের মক্কা বাংলার ফুটবল বুদ্ধিকে কাজে লাগিয়ে ভারতীয় ফুটবল ময়দানে নিজেদের নাম লিখতে চাইছে মদন মহারাজ এফসি। ইতিমধ্যেই আইলিগ মূলপর্বের কোয়ালিফায়ারের জন্য মনোনিত করা হয়েছে এই ক্লাবকে।