নিকিতা রুকাভিতসাকে আনা নিয়ে মুশকিলে এটিকে-মোহনবাগান, বড় সিদ্ধান্ত ডেভিড উইলিয়ামসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি দলবদলের বাজারে দারুণ কাজ করে চলেছে এটিকে-মোহনবাগান। ইউরো খেলা জনি কাউকো, রেকর্ড অর্থে হুগো বৌমোসকে সই করিয়ে এটিকে-মোহনবাগান বুঝিয়ে দিয়েছে, শক্তিশালী দল গড়তেই তারা বদ্ধপরিকর। কিন্তু এই পরিস্থিতিতে এখন কার্যত চিন্তায় রয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। কারণ একটিই, ডেভিড উইলিয়ামস।
ইতিমধ্যেই ক্লাবের সূত্র মারফত যা জানা গিয়েছে, তাতে ডেভিড উইলিয়ামসকে রাখতে চাইছে না এটিকে-মোহনবাগান। এমন পরিস্থিতিতে পরিবর্ত হিসেবে দীর্ঘ সময় ধরে অসি ফরোয়ার্ড নিকিতা রুকাভিতসার সাথে কথা চালাচ্ছে মেরিনার্সরা। কিন্তু সময় ক্রমশ চলে যাচ্ছে, আর নিকিতাকে আনার বিষয়ে এখনও অবধি সুবিধা করে তুলতে পারেনি এটিকে-মোহনবাগান।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়া এ লিগের ক্লাব পার্থ গ্লোরি ও ইজরায়েলের মাক্কাবি তেল আভিভ অত্যন্ত বড় প্রস্তাব রেখেছে নিকিতার জন্য। সেখানে দাঁড়িয়ে এটিকে-মোহনবাগানের প্রস্তাব স্বাভাবিকভাবেই কম। আর এই পরিস্থিতিতে ডেভিড উইলিয়ামসকে নিয়েও কার্যত দ্বিধাভক্ত এটিকে-মোহনবাগান। আর এবার যা খবর, তাতে ডেভিড উইলিয়ামস রিলিজ পেতে চাইছেন।
জানা গিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই ডেভিড উইলিয়ামসকে নিয়ে সিদ্ধান্ত নেবে এটিকে-মোহনবাগান। একাধিক অস্ট্রেলিয়ান ও আইএসএলের একটি ক্লাবের প্রস্তাব পাওয়া উইলিয়ামসকে রাখা হবে যদি নিকিতাকে সই না করানো যায়। আর সেই কারণে উইলিয়ামসকে আরও কয়েকদিন অপেক্ষা করার আর্জি জানিয়েছে এটিকে-মোহনবাগান।