একাধিক ক্লাবের অফার থাকা সত্ত্বেও ডেভিড উইলিয়ামসকে রাখতে আগ্রহী এটিকে-মোহনবাগান

সব্যসাচী ঘোষ : এবারের আইএসএলের শুরুতে ডেভিড উইলিয়ামসের ফর্ম তেমন ভালো ছিল না, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নানা গুঞ্জন উঠেছিল যে মরশুম শেষে উইলিয়ামস ক্লাব ছাড়তে পারেন। একাধিক অস্ট্রেলিয়া এ লিগ ক্লাবের প্রস্তাবও এসেছিল তাঁর কাছে। কিন্তু লিগের শেষের দিকে দুর্দান্ত পারফর্ম করেন অসি এই ফরোয়ার্ড। রয় কৃষ্ণার সাথে আবারও দুর্দান্ত পার্টনারশিপ গড়েন লিগের বিজনেস এন্ডে।
এবারের আইএসএলের প্লে অফে তিন গোল করেছেন ডেভিড উইলিয়ামস। আর এর জেরে এই ফুটবলারের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এটিকে-মোহনবাগান ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, ইতিমধ্যেই ডেভিড উইলিয়ামসকে চুক্তিবৃদ্ধির জন্য অফার করা হয়েছে, এবং উইলিয়ামসও তাতে সই করতে আগ্রহী। আরও এক বছরের জন্য ডেভিড উইলিয়ামসকে রাখতে চাইছে এটিকে-মোহনবাগান।
আসন্ন এএফসি কাপের আগে দুর্দান্ত সফল এই দলের কোর কম্বিনেশন ভাঙতে চাইছেন না কোচ আন্তোনিও হাবাস। ফলে অধিকাংশ বিদেশীকেই রেখে দিতে চাইছেন পরের মরশুমের জন্য। আর সব ঠিক থাকলে, আবারও পরের মরশুমে রয় কৃষ্ণার সাথে জুটি বাঁধতে দেখা যাবে ডেভিড উইলিয়ামসকে।