এএফসি কাপে খেলবে রয়ের পাশেই খেলবেন ডেভিড উইলিয়ামস, থাকতে চলেছেন এটিকে-মোহনবাগানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনার অবসান, এটিকে-মোহনবাগানেই থেকে যাচ্ছেন ডেভিড উইলিয়ামস। কয়েক দিন আগে ক্লাব থেকে রিলিজ পেতে চাইলে এটিকে-মোহনবাগান চুক্তিবৃদ্ধির অফার দেয়, যা গ্রহণ করে নেন অসি এই ফরোয়ার্ড। জানা গিয়েছে, এক বছরের জন্য চুক্তিবৃদ্ধি করেছেন উইলিয়ামস।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, আসন্ন এএফসি কাপের বিষয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের ঘোষণার পরেই উইলিয়ামসকে রাখছে এটিকে-মোহনবাগান। জানা গিয়েছে, আসন্ন এএফসি কাপে এটিকে-মোহনবাগানের হয়ে খেলবেন ডেভিড উইলিয়ামস।
গত মরশুমে শেষের দিকে এটিকে-মোহনবাগানের হয়ে দারুণ ফুটবল খেলেন উইলিয়ামস। কিন্তু আগামী মরশুমের জন্য উইলিয়ামসকে রাখা নিয়ে দ্বিধায় ছিল সবুজ-মেরুণ ব্রিগেড। আর এক অসি ফরোয়ার্ড নিকিতা রুকাভিতসাকে টার্গেট করেছিল তারা, কিন্তু নিকিতার কাছে আরও বড় ক্লাবের অফার থাকায় ঘরের ছেলেকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল কর্তারা।