মেসির দাঁত সাদা করছেন বেকহ্যাম! ভাইরাল ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ যিনি ফুটবল খেলেন, তিনি রঙও করতে পারেন। ডেভিড বেকহ্যামের সাম্প্রতিক কার্যকলাপ দেখলে এই কথাটিই মাথায় আসবে সকলের। তিনি ডেভিড বেকহ্যাম, ইংল্যান্ডের মহাতারকা মিডফিল্ডার যিনি একসময় গোটা বিশ্বে দাপিয়ে খেলেছেন। তাঁর ফ্রিকিক আজও ফুটবল চর্চার অন্যতম একটি বিষয়। বর্তমানে বেকহ্যাম মেজর সকার লিগের ফুটবল ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক। আর তাঁর দলেই আসছেন সদ্য বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। তবে মেসি তাঁর দলে যোগ দেওয়ার আগেই বেকহ্যাম এক আজব ঘটনা ঘটিয়ে বসেন।
আরও পড়ুন- কেরালা ব্লাস্টার্সের তারকা গোলকিপারকে নিতে চলেছে ইস্টবেঙ্গল
পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন মেসি। আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মায়ামির জার্সি গায়ে প্রথম নামার কথাও আছে তাঁর। তার আগে দেখা যায় মায়ামির এক দেওয়ালে মেসির ছবি আঁকছেন বেকহ্যাম।
https://www.instagram.com/reel/CufHtcZIQhm/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জিজ্ঞাসা করেছেন যে "ডেভিড বেকহ্যাম পারেন না এমন কোনো কাজ আছে কি? মাত্র কয়েকদিন আগে শহরে এসেছেন এবং সোজা এই কাজ শুরু করে দিয়েছেন। হ্যা এটাই বেকহ্যাম যিনি মেসির দাঁত সাদা করছেন।"