জল্পনার অবসান! রিয়াল মাদ্রিদে সই করলেন দাভিদ আলাবা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটলই। ডিফেন্সকে মজবুত করতে অভিজ্ঞ ডিফেন্ডার দাভিদ আলাবাকে সই করল রিয়াল মাদ্রিদ। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় আলাবার আগমণের ঘোষণা করল রিয়াল মাদ্রিদ।
বায়ার্ন মিউনিখ থেকে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দিলেন আলাবা। ২০২৬ সাল অবধি চুক্তিতে সই করলেন এই তারকার ফুটবলার, এবং প্রতি বছর ১২ মিলিয়ন ইউরো বেতন পাবেন আলাবা।
উইংব্যাক হিসেবে শুরুতে খেললেও পরে সেন্ট্রাল ডিফেন্সে খেলতে থাকেন আলাবা। একাধিক পজিশনে খেলতে সক্ষম আলাবা। বায়ার্ন মিউনিখের হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন ২৮ বছরের এই অস্ট্রিয়ান ফুটবলার।
চলতি মরশুমে ডিফেন্সের সমস্যায় ভুগছিল রিয়াল মাদ্রিদ। সের্জিও র্যামোস ও রাফায়েল ভারানের অনুপস্থিতির কারণে নাচো ফার্নান্ডেজ ও ফেরল্যান্ড মেন্ডিকেই দায়িত্ব সামলাতে হয়েছিল। আর এর জেরে ১১ বছর পর ট্রফিহীন মরশুম কাটাতে হয়েছে রিয়ালকে। এদিকে কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন জিনেদিন জিদানও। আর এবার আলাবার আগমণে হয়ত খারাপ সময় অতিক্রান্ত হলেও হতে পারে।