ইস্টবেঙ্গলকে সব ম্যাচ জেতাতে চাই! সই করেই হুঙ্কার ছাড়লেন ড্যানিয়েল চিমা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশী বাছাইয়ে চমক দিল এসসি ইস্টবেঙ্গল। সুপারস্টার ফুটবলার এরলিং হালান্ডের সতীর্থ, ইউরোপা লিগ খেলা স্ট্রাইকার ড্যানিয়েল চিমাকে এক বছরের চুক্তিতে সই করল এসসি ইস্টবেঙ্গল। এবং সই করেই উচ্ছ্বসিত চিমা। নিজের অভিজ্ঞতাকে ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যশালী ক্লাবের সাফল্যের কাজে লাগাতে চান ৩০ বছরের এই ফরোয়ার্ড।
এসসি ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে চিমা বলেছেন, "আমি খুশি এমন এক ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পেরে। আমি এসসি ইস্টবেঙ্গল যত বেশি সম্ভব ম্যাচ জেতাতে সাহায্য করতে চাই।"
এরপর চিমা বলেন, "আমি নরওয়েতে একাধিক খেতাব জিতেছি এবং ফুটবল জগতের কিছু সেরা কোচের অধীনে খেলেছি। আমি আমার অভিজ্ঞতাকে ব্যবহার করে আমার সহ খেলোয়াড়দের উন্নতির সাহায্য করার চেষ্টা করব। আমি আমাদের কোচিং স্টাফের সাথে কাজ করার জন্যও মুখিয়ে রয়েছি। আমি এক নয়া চ্যালেঞ্জের অপেক্ষায় ছিল, আর ভারত আমায় আকর্ষিত করেছে। ইন্ডিয়ান সুপার লিগ দ্রুত বাড়ছিল, এবং আমার মনে হয়েছে এখনও এটি হবে সেরা সুযোগ।"
কেরিয়ারে ৯০ এর বেশি গোল ও ৪০ এর বেশি অ্যাসিস্ট দেওয়া এই নাইজেরীয় ফরোয়ার্ড নিঃসন্দেহে ভরসা দেবে এসসি ইস্টবেঙ্গলের আক্রমণে। গত বার আক্রমণে বারবার যেভাবে অসহায় হয়ে পড়েছিল লাল-হলুদ ব্রিগেড, এই বছর তা হয়ত হবে না, সৌজন্যে ড্যানিয়েল চিমা।