'তোমার আঙুল কেটে নেব': ভ্লাহোভিচকে ভয়ানক হুমকি পিএসজি আল্ট্রাসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি পিএসজি এর আল্ট্রাসগ্রুপের তরফে সার্বিয়ার স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচকে আঙুল কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়। জুভেন্টাসের এই ফুটবলারকে এমন হুমকি দেওয়ার কারণ হিসাবে জানা যায়, তিনি সার্বিয়ার হয়ে খেলার সময় আপত্তিকর অঙ্গভঙ্গি করেছিলেন।
আরও পড়ুন- ভারতীয় দলে তিনটি ফরম্যাটেই দীর্ঘ কেরিয়ারের সম্ভবনা রয়েছে গিল ও জয়সওয়ালের: বিক্রম রাঠোর
খবর অনুযায়ী, সার্বিয়ার হয়ে খেলার সময় ভ্লাহোভিচ হাতের তিনটি আঙুল দেখিয়ে একটি ছবি তোলেন। এবং তাঁর জামায় সার্বিয়ার মানচিত্র আঁকা যেখানে কসোভো দেশেরও মানচিত্র দেখা যায়। এই ছবির মাধ্যমে তিনি কসোভোর উপর সার্বিয়ার রাজত্ব ইঙ্গিত করছেন বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
ভ্লাহোভিচের এই বিতর্কিত ছবির পর পিএসজি আল্ট্রাসরা তাঁদের ক্লাবের স্টেডিয়ামের বাইরে একটি ব্যানার নিয়ে ছবি তোলে। ব্যানারটিতে লেখা রয়েছে, " আপনি যদি এখানে আসেন, আপনার হাতের তিনটি আঙুল কেটে নেওয়া হবে।"
প্রসঙ্গত জুভেন্টাস ছাড়তে চলেছেন ভ্লাহোভিচ এমনটাই শোনা যাচ্ছে। পিএসজি ক্লাবে যদি তিনি সই করেন তাহলে সমর্থকরা বিষয়টি খুব সহজ ভাবে নেবেন না তা এই ব্যানার থেকেই স্পষ্ট।