নতুন কোনও খেলোয়াড় নিতে পারবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড়সড় শাস্তি পেল সৌদি আরবের হেভিওয়েট দল আল নাসের, যে ক্লাবে বর্তমানে খেলছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফিফার তরফ থেকে ট্রান্সফার ব্যানের শাস্তি পেল আল নাসের। এর ফলে নতুন কোনও খেলোয়াড় সই বা রেজিস্টার করতে পারবে না তারা।
এর কারণ হিসেবে জানা গিয়েছে, ২০১৮ সালে নাইজেরীয় ফুটবলার আহমেদ মুসাকে নিতে লেস্টার সিটিকে ৩ লক্ষ ৯০ হাজার পাউন্ড অ্যাড অন অর্থ দিতে ব্যর্থ হয়েছিল আল নাসের।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে আল নাসেরকে বলা হয়েছিল, লেস্টার সিটিকে সেই প্রয়োজনীয় অর্থটি দিতে হবে। এবং সেই সময় ট্রান্সফার নিষেধাজ্ঞার সতর্কতাও দেওয়া হয়েছিল ক্লাবকে।
আরও পড়ুন - ওয়ার্ল্ড ডেফ চ্যাম্পিয়নশিপে ভারতের সাফল্য আনল স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমির সৌম্যদীপ চক্রবর্তী
সম্প্রতি আল নাসের নিজেদের নতুন হেড কোচ হিসেবে লুই কাস্ত্রোকে নিযুক্ত করেছে। এছাড়া সম্প্রতি ইন্টার মিলান থেকে মার্সেলো ব্রোজোভিচকে সই করিয়েছে আল নাসের। কিন্তু এরপর নতুন কোনও খেলোয়াড়কে আনতে পারবে না আল নাসের।