আমাদের দর্শনে ফিট হবেন না রোনাল্ডো, বার্তা এই হেভিওয়েট ইউরোপীয় দলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু মুশকিল হচ্ছে, ৩৭ বছর বয়সী এই মহাতারকাকে কোন ক্লাব সই করাবে? ইতিমধ্যেই রোনাল্ডোর এজেন্ট জর্জে মেন্ডেজ একাধিক শীর্ষস্থানীয় ইউরোপীয় ক্লাবগুলিকে প্রস্তাব দিয়েছেন, কিন্তু কেউই রোনাল্ডোকে নিতে আগ্রহী নয়।
এর আগে একাধিক রিপোর্ট অনুযায়ী খবর এসেছিল, অ্যাটলেটিকো মাদ্রিদ রোনাল্ডোকে নিতে আগ্রহী, কিন্তু ক্লাবের সভাপতি সেই খবর উড়িয়ে দিয়েছেন। এবার রোনাল্ডোকে না নেওয়া নিয়ে বড় বার্তা দিল বায়ার্ন মিউনিখ। ক্লাবের ডিরেক্টর তথা প্রখ্যাত গোলকিপার অলিভার কান জানিয়েছেন, কেন নেওয়া হবে না রোনাল্ডোকে।
এই নিয়ে অলিভার কান এক সংবাদমাধ্যমকে বলেছেন, "আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। আমি ওনাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মনে করি। কিন্তু আমরা এই সিদ্ধান্তে আসি যে, ক্রিশ্চিয়ানোর প্রতি ভালোলাগা থাকলেও, উনি বর্তমান পরিস্থিতিতে আমাদের দর্শনের সাথে খাপ খাওয়াতে পারবেন না।"
পারিবারিক কারণ দেখিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক মরশুম সফরে যাননি রোনাল্ডো। যদিও সদ্য তিনি ম্যানচেস্টারে এসেছেন, কিন্তু তিনি এসেছেন ক্লাবকর্তাদের সাথে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য।