ম্যাচ না জিতলেও পেনাল্টি ফিরিয়ে হৃদয় জিতলেন রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সচরাচর স্ট্রাইকার বা গোলগেটারদের বড়সড় প্রবণতা থাকে প্রতিপক্ষের বক্সের মধ্যে ফাউল পাওয়ার, যা থেকে পেনাল্টি পাবে তার দল। নিজের দীর্ঘ কেরিয়ারে এমন অনেকবারই পেনাল্টি আদায় করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সোমবার যেন অন্য এক রোনাল্ডোকে দেখা গেল।
আরও পড়ুন - মোহনবাগানের আবেদন সত্ত্বেও কলকাতা লিগের ডার্বি পিছতে অনড় আইএফএ
সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইরানের পার্সেপোলিসের বিরুদ্ধে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে আল নাসের। সেই ম্যাচের শুরুতে পার্সেপোলিসের ডিফেন্ডার বক্সে ট্যাকল করে রোনাল্ডোর পায়ে থাকা বলের উপর। যা দেখে চীনা রেফারি মা নিং পেনাল্টির নির্দেশ দেন।
কিন্তু সকলকে হতবাক করে দিয়ে সেই পেনাল্টি দিতে নিষেধ করেন রোনাল্ডো। রোনাল্ডোর আবেদন মেনে মনিটরে দেখে পেনাল্টির সিদ্ধান্ত বদল করেন রেফারি।
আরও পড়ুন - ওড়িশা এফসির বিরুদ্ধে লজ্জার হার! এএফসি কাপের স্বপ্ন শেষ মোহনবাগানের
কিন্তু রোনাল্ডোর এমন মানবিকতায় লাভ হল না দলের। আল নাসেরের ডিফেন্ডার আলি লাজিমি ১৭ মিনিটে লাল কার্ড দেখে বেরোন। যার ফলে বাকি সময়টা দশজনে খেলতে হয় রোনাল্ডোদের। তবে এই ড্র সত্ত্বেও গ্রুপ শীর্ষে থেকে নকআউটে গেল আল নাসের।