আল নাসেরে আসার আগে নিজের এই পুরোনো ক্লাবের ফোনের অপেক্ষায় ছিলেন রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার সরকারিভাবে ঘোষণা করা হয়, আড়াই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এশিয়াতে পদার্পণের আগে, রোনাল্ডো তার এক পুরোনো ক্লাবের ফোনের অপেক্ষায় ছিলেন।
আর সেই পুরোনো ক্লাব হল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ পত্রিকা মার্কার রিপোর্ট অনুযায়ী, আল নাসেরে সই করার আগে রিয়াল মাদ্রিদের তরফ থেকে একটি ফোন কলের অপেক্ষায় ছিলেন রোনাল্ডো। কিন্তু ৪০ দিন অপেক্ষা করার পর, শেষ অবধি আল নাসেরে সই করেন ক্রিশ্চিয়ানো।
সদ্য বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর, রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠে দেখা গিয়েছিল রোনাল্ডোকে। এবং রোনাল্ডোর সাথে তার ছেলেও ছিল রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমিতে। যার ফলে জল্পনা বেড়েছিল, রিয়াল মাদ্রিদে হয়ত ফিরতে পারেন রোনাল্ডো।
এবং রিপোর্ট অনুযায়ী, সেই আশাও করেছিলেন ক্রিশ্চিয়ানো। কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে তাকে সই করানোর কোনও বার্তাই আসেনি। আর সেই কারণে ৪০ দিন অপেক্ষা করার পর শেষ অবধি এশিয়াতে নিজের সাম্রাজ্য বিস্তারের প্রয়াসে নামার সিদ্ধান্ত নিলেন রোনাল্ডো।
বিশ্বকাপের আগে একটি চাঞ্চল্যকর সাক্ষাৎকারের কারণে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলে যেতে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সদ্য বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছে রোনাল্ডোর পর্তুগালকে।