ঘরে ফেরার গান! এই তারিখ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় অধ্যায় শুরু করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে প্রায় এক যুগের অপেক্ষার অবসান। ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ মুহুর্তে ম্যানচেস্টার সিটিকে টেক্কা দিয়ে দুই বছরের চুক্তিতে ইউনাইটেড তুলে নিল ঘরের ছেলেকে।
জানা গিয়েছে, জুভেন্টাসের চাহিদামত ১৫ মিলিয়ন ইউরো ও অ্যাড অন সহ আরও ৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দেবে ইউনাইটেড। ২০২৩ সাল অবধি রোনাল্ডোকে সই করাল ইউনাইটেড। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এবং প্রশ্ন হল, কবে ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন রোনাল্ডো? সদ্য সিরি আতে উদিনিসের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন তিনি, ফলে ম্যাচ ফিট তিনি রয়েছেন। বাধ্যতামূলক মেডিকালের পর অনুশীলন ও যাবতীয় প্রক্রিয়া মিটিয়ে আশা করা হচ্ছে, আগামী ১১ সেপ্টেম্বর নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করতে পারেন রোনাল্ডো।