পিএসজির বিরুদ্ধে অভিষেক সি আর সেভেনের

এক্সট্রা টাইম ওয়েব দেস্ক: আল নাসের এর হয়ে এখনও অভিষেক ম্যাচ খেলেতে দেখা যায়নি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে,আল নাসের এর প্রথম দুই ম্যাচে তাকে দেখা যায়নি , যেহেতু ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ব্যান করে।আল নাসেরের কোচ এরিক গার্সিয়া জানিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইন এর বিরুদ্ধে এই অভিজ্ঞ ফুটবলার কে দেখা যাবে আল নাসেরের হয়ে অভিষেক ম্যাচ খেলতে।
গার্সিয়া আরো জানান রোনাল্ডো আল সাবাব এর বিরুদ্ধে ম্যাচটিও মিস করবেন। এল ইকুইপ কে দেওয়া একটি সাক্ষাৎকারে গার্সিয়া জানিয়েছেন "রোনাল্ডোর অভিষেক আল নাসেরের জার্সি তে হবে না, আল নাসের ও আল হিলাল এর যৌথ টীমের হয়ে খেলতে দেখা যাবে।" গার্সিয়া রোনালদোর সৌদি আরবে আগমনকে পেলের নিউ ইয়র্ক কসমসে আগমনের সাথে তুলনা করেছেন।
রোনাল্ডোর আল নাসের এ আগমনের ফলে আল নাসের এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক কোটি নতুন ফলোয়ার এর সংযোজন ঘটেছে। সব মিলিয়ে ফুটবপ্রেমী ও রোনাল্ডোর অনুগামীরা অপেক্ষা করবে রোনাল্ডো অভিষেক ম্যাচটি প্রত্যক্ষ করার জন্য।