অভিষেকেই নিষেধাজ্ঞা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বছরের শুরুতেই জাঁকজমক ভাবে এমআরসুল পার্কে উন্মোচন ঘটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডর। বার্ষিক ১৭৫ মিলিয়ন ইউরো উপার্জনের বিনিময় তিনি সই করেছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে।
বৃহষ্পতিবার আল নাসেরের স্টেডিয়াম এমআরসুল পার্কে আল-তাইএর বিরুদ্ধে রনাল্ডোর অভিষেকও হওয়ার কথা। ইতিমধ্যে সোল্ড আউট সৌদি আরবীয়ান এই ম্যাচ। খবর অনুযায়ী, ২৮ হাজার টিকিট বিক্রী হয়েছে রোনাল্ডোর খেলা দেখার জন্য। কিন্তু এখানেই হয়েছে বিপত্তি। অভিষেক ম্যাচে নামার আগেই নিষেধাজ্ঞার সম্মুখীন হন রোনাল্ডো। কিন্তু কেনো?
সম্প্রতি রোনাল্ডো মাঝ মরশুমেই ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বেরিয়ে আসেন। তাঁর মনে হয়েছিল ক্লাবের কর্মকর্তা এবং কোচ তাকে যথযথ সম্মান দিচ্ছেন না। এবং তার সদ্যজাত পুত্র মারা যাওয়ার পর তার পাশে দাড়ান নি কেউ। বরং তার দিকে ধেয়ে এসেছে হাজারো সমালোচনা। কিন্তু এখানেই বিতর্ক পিছু ছাড়তে রাজি নয় রোনাল্ডোর। ইংল্যান্ড ছেড়ে সৌদি চলে এলেও ই ইংল্যান্ডের এক ঘটনার মাশুল গুনতে হচ্ছে ক্রিশ্চিয়ানোকে।
ইপিএলে গত মরশুমে এভারটনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শেষে রোনাল্ডো ড্রেসিং রুমে যাওয়ার সময় এভারটনের এক খুদে ভক্ত জেকবের হাতে চাপড় মারেন রোনাল্ডো। এর ফলে জেকবের হাত দিয়ে ফোন পরে গিয়ে ভেঙে যায়। জেকবের মা সারাহ কেল্লি জানিয়েছিলেন যে তার ছেলের হাত এই ঘটনায় ক্ষতবিক্ষত হয়ে যায়।
এই ঘটনার জন্য ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন রোনাল্ডোকে ৫০,০০০ ইউরো জরিমানা করে এবং দুই ম্যাচের নিষেধাজ্ঞা। রোনাল্ডো ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বেড়িয়ে এলেও ফিফার আর্টিকেল ১২.১ নিয়ম অনুযায়ী এই নিষেধাজ্ঞা রোনাল্ডোর পরবর্তী ক্লাবেও লাগু থাকবে। কারণ রোনাল্ডোর উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের দুটি ম্যাচ সম্পূর্ণ হয়নি। সুতরাং আল নাসেরে সই করার পর তাদের দুটি ম্যাচ না হওয়া পর্যন্ত রোনাল্ডো নিল-হলুদ জার্সি পরে ম্যাচ খেলতে পারবেন না।