জুভেন্টাসের মরিয়া প্রয়াস সত্ত্বেও তিন হেভিওয়েট ক্লাবের তরফে প্রস্তাব পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুম শেষে জুভেন্টাস ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এমন জল্পনা বেশ ভালোমতই ঘুরছে। এই মরশুমে জুভেন্টাসের খারাপ পারফর্মেন্সে অসন্তষ্ট পর্তুগিজ মহাতারকা। আন্দ্রে পিরলোর অপসারণের পর ম্যাক্স আলেগ্রি ক্লাবের দায়িত্ব নিয়েছেন - কিন্তু তা সত্ত্বেও অন্য অপশনের খোঁজে রয়েছেন রোনাল্ডো ও তার এজেন্ট।
জনপ্রিয় ক্রীড়া সংস্থা ইএসপিএন এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে তিনটি ক্লাব রোনাল্ডোর সাথে যোগাযোগ করেছে। এই তিন ক্লাব হল ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেইন। যদিও যোগাযোগ পর্ব একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিল।
যদিও জুভেন্টাসের সাথে আরও এক বছর চুক্তি রয়েছে রোনাল্ডোর, কিন্তু জুভেন্টাসকে এখনও অবধি নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও বার্তা দেননি রোনাল্ডো। জানা গিয়েছে, আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরেই তিনি সিদ্ধান্ত নেবেন আদৌ জুভেন্টাসের প্রাক মরশুম শিবিরে যোগ দেবেন কিনা।
যদিও রোনাল্ডোর বেতন ও ট্রান্সফার ফি নিয়ে বেশ কিছু ক্লাব চিন্তিত থাকবে তা বলাই যায়। ৩৬ বছরের এই সুপারস্টারের পিছনে ১০০+ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দেওয়া, তাও আবার এই কঠিন আর্থিক অবস্থার মধ্যে, সেটি সত্যিই চিন্তার। কিন্তু গত মরশুমে ৩৬ গোল করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে কোনও দলের কাছেই সম্পদ হয়ে উঠবেন।