বেতন কম নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য মরিয়া থাকেন সব ফুটবলারই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও তাই চান। আসলে এই চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ও ইতিহাস তৈরি করেছেন রোনাল্ডো। তবে তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনে অক্ষম হয়েছে। ফলে এবার এমন ক্লাবে যেতে চান রোনাল্ডো, যেখানে ইউরোপের সেরা টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন তিনি।
এই নিয়ে ইতিমধ্যেই রোনাল্ডোর এজেন্ট জর্জে মেন্ডেজ ইউরোপের একাধিক ক্লাবের সাথে কথা বলেছে রোনাল্ডোকে নেওয়ার জন্য। তবে বেশিরভাগ ক্লাবগুলির পক্ষে কঠিন হয়ে উঠেছে রোনাল্ডোর বিপুল বেতন। রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডো প্রায় পাঁচ লক্ষ ইউরো বেতন পান।
এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য সব থেকে বড় আত্মত্যাগ দিতে প্রস্তুত রোনাল্ডো। দ্য ইন্ডিপেন্ডেন্টের রিপোর্ট অনুযায়ী, বেতন অনেকটাই কমিয়ে দিতে চাইছেন রোনাল্ডো, যাতে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারার মত কোনও ক্লাবে যেতে পারেন।
এই মুহুর্তে রোনাল্ডোর লক্ষ্য হল এমন একটি ক্লাবে যাওয়া, যাদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলবেনই, পাশাপাশি তাদের হয়ে ঘরোয়া লিগও জিতবেন। গত মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভালো খেললেও দল লিগ চ্যাম্পিয়ন তো হয়নিই, চ্যাম্পিয়ন্স লিগেও যোগ্যতা অর্জন করতে পারেননি।