রিপোর্ট : ম্যানচেস্টার ইউনাইটেডে আর নয়! আর্জি জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হয়ত জল্পনাটিই সত্যি হবে। সাড়া জাগিয়ে গত মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিন্তু দলের খারাপ পারফর্মেন্স ও চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনে অক্ষমতার কারণে এক মরশুম থেকেই ক্লাব ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
দ্য টাইমসের রিপোর্ট অনুযায়ী, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর্জি জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার জন্য। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও রাজি রোনাল্ডোকে ছাড়তে, যদি তারা সঠিক অফার পায়।
রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডো বিশ্বাস করেন সর্বোচ্চ পর্যায়ে এখনও তিন থেকে চার বছর রয়েছে তার কাছে, বড় ট্রফি জেতার জন্য। এবং চ্যাম্পিয়ন্স লিগ খেলার ইচ্ছাতেই ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
গত মরশুমে নিঃসন্দেহে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা পারফর্মার ছিলেন রোনাল্ডো। ৩৮ ম্যাচে ২৪টি গোল করেছিলেন তিনি, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচে ছয় গোল রয়েছে। যদিও ইউনাইটেড লিগে ষষ্ঠ স্থানে শেষ করেছে।