সৌদিতে গিয়েই এই নিয়ম ভাঙতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বার্ষিক ১৭৫ মিলিয়ন ইউরো বেতনে আড়াই বছরের চুক্তিতে সই করেছেন রোনাল্ডো। তবে সৌদিতে এসেই এবার বড় বিতর্ক তৈরি করতে পারেন ক্রিশ্চিয়ানো।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তার দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রডরিগেজ এখনও অবধি বিয়ে করেননি। এবং বিয়ে না করেই তারা একসাথে থাকেন। এবার যা খবর, তাতে সৌদি আরবেও এক সাথে থাকবেন ক্রিশ্চিয়ানো-জর্জিনা।
তবে সৌদি আরবে অবিবাহিত যুগলদের এক সাথে একই বাড়িতে থাকা আইনবিরুদ্ধ। আর এর জেরে প্রশ্ন উঠেছে, তাহলে কি আল নাসেরের হয়ে খেলার আগেই আইনের জালে ফাঁসবেন পর্তুগিজ মহাতারকা?
যা শোনা যাচ্ছে, তাতে রোনাল্ডো নিজের প্রেমিকার সাথে থাকলেও কোনও ব্যবস্থা নেবে না সৌদি প্রশাসন। স্প্যানিশ পত্রিকা ইএফই এর রিপোর্ট অনুযায়ী, সে দেশে রোনাল্ডোর যে স্ট্যাটাস, তাতে পর্তুগিজ সুপারস্টারকে শাস্তি দেওয়া হবে না।
এই নিয়ে সৌদির আইনজীবীরাও জানিয়েছেন, আইনবিরুদ্ধ হলেও রোনাল্ডোর ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করবে না সৌদি প্রশাসন। মূলত বিদেশীদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকে, কিন্তু দেশের লোকেদের কাছে এটি আইনবিরুদ্ধ।
২০১৬ সালে রোনাল্ডোর সাথে আলাপ হয় জর্জিনার, এবং তারপর থেকে তারা একে অপরের প্রেমে পড়েন। এরপর রোনাল্ডো ও জর্জিনার দুই সন্তান হয়, বেলা ও অ্যালেনা। এছাড়া রোনাল্ডোর তিন সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, এভা ও মাতেওকে নিয়ে এক সাথেই থাকেন তারা।