একাধিক ক্লাবের দুয়ারে ঘুরলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিতে আগ্রহী নয় কেউই!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জুভেন্টাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ ক্রমশই অন্ধকার হয়ে আসছে। সদ্য সিরি আতে উদেনেসের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকার আবেদন করেছিলেন রোনাল্ডো, এবং জোর সম্ভাবনা, অন্য ক্লাবে যেতে চাইছেন পর্তুগিজ মহাতারকা।
এই পরিস্থিতিতে জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোর এজেন্ট জর্জে মেন্ডেজ প্রস্তাব দিয়েছেন দুটি ক্লাবকে, প্যারিস সেইন্ট জার্মেইন ও ম্যানচেস্টার সিটি। যেহেতু এখনও জুভেন্টাসের সাথে এক বছরের চুক্তি রয়েছে রোনাল্ডোর, ফলে ২৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইছে জুভেন্টাস।
তবে এক্ষেত্রে ৩৬ বছরের সুপারস্টারকে নিতে চাইছে না এই দুই ক্লাবই। প্যারিস সেইন্ট জার্মেইনের ক্ষেত্রে, তাদের প্রধান লক্ষ্য হল কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখা। এবং এমবাপ্পে যদিও বিদায় নেন, সেক্ষেত্রে তরুণ কোনও ফুটবলারকে নিতে চাইছে পিএসজি। ফলে এখনও অবধি রোনাল্ডোর প্রস্তাবের কোনও জবাব দেয়নি পিএসজি।
এদিকে ম্যানচেস্টার সিটির মূল লক্ষ্য হল হ্যারি কেনকে আনা। ১৫০ মিলিয়ন ইউরোতে টটেনহ্যাম থেকে কেনকে আনার জন্য আপাতত রোনাল্ডোকে নিয়ে ভাবছে না সিটি। এছাড়া, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য কোনও রকমের ট্রান্সফার ফি দিতে রাজি নয় সিটি।
আর এর জেরে কিছুটা নিশ্চিন্ত জুভেন্টাস। তারা চাইছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সাদা-কালো শিবিরের হয়ে খেলুন। যদিও যা সম্ভাবনা, তাতে চুক্তিবৃদ্ধি করবেন না সি আর সেভেন। ফলে ফ্রি এজেন্ট হিসেবে নয়া ক্লাবে যাবেন রোনাল্ডো।