আইসিসি টেস্ট র্যাঙ্কিং: শুভমন গিল ছয় নম্বরে, শীর্ষে ফিরলেন হ্যারি ব্রুক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এজবাস্টনে ইতিহাস গড়ার পর আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিলেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল। ১৫ ধাপ এগিয়ে তিনি এখন ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে। টেস্ট ক্রিকেটে ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে দুই ইনিংসে ১৫০-র বেশি রান করার কৃতিত্ব অর্জন করেন গিল। তাঁর ২৬৯ এবং ১৬১ রানের দুই ইনিংসে মোট ৪৩০ রান—টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ম্যাচ সংগ্রহ।
এই অসাধারণ পারফরম্যান্সের জেরে গিলের ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং হয়েছে ছয়। আগের সর্বোচ্চ ছিল ১৪, যা তিনি করেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে। এই সিরিজ শুরু করেছিলেন ২৩তম স্থানে থেকে।
এজবাস্টনে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার হ্যারি ব্রুক। এতে তিনি ৮৮৬ রেটিং পয়েন্ট পেয়ে সতীর্থ জো রুটকে হটিয়ে আবার ফিরে গেলেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। ব্রুক এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে এক সপ্তাহের জন্য শীর্ষস্থান দখল করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মাল্ডার জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়েও টেস্টে অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলেন, যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তাঁর র্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে—
ব্যাটারদের মধ্যে ৩৪ ধাপ এগিয়ে ২২তম
বোলারদের মধ্যে ৪ ধাপ এগিয়ে ৪৮তম
অলরাউন্ডারদের তালিকায় উঠে এসেছেন তৃতীয় স্থানে, তাঁর ওপরে কেবল রবীন্দ্র জাদেজা ও মেহেদি হাসান মিরাজ
পুরো সিরিজে মাল্ডার করেছেন ৫৩১ রান ও নিয়েছেন ৭ উইকেট
রবীন্দ্র জাদেজা ৮৯ এবং অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে ৩৯তম স্থানে। জেমি স্মিথ প্রথমবারের মতো ঢুকে পড়েছেন টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের সেরা দশে। তাঁর অপরাজিত ১৮৪ এবং ৮৮ রানের ইনিংস তাঁকে ১৬ ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে।
মহম্মদ সিরাজ ৭ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে ২২তম স্থানে। আকাশদীপ তাঁর প্রথম ১০ উইকেটের ম্যাচ পারফরম্যান্সের দৌলতে ৩৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৫তম স্থানে
ডেভিড বেডিংহাম ৪ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে রয়েছেন। লুহান-ড্রে প্রেটোরিয়াস ৮ ধাপ এগিয়ে ৬০তম স্থানে রয়েছেন। করবিন বোস ৬ ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ৫১তম। ক্যামেরন গ্রিন (৪৫তম) ও বো ওয়েবস্টার (৫০তম) ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন। রস্টন চেজ ৮১তম, ব্র্যান্ডন কিং ৬০ ধাপ এগিয়ে ৮৩তমশামার জোসেফ ও আলজারি জোসেফ বোলারদের মধ্যে যথাক্রমে ২৯ ও ৩১ নম্বরে।
বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার ২-১ ওডিআই সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে শ্রীলঙ্কার খেলোয়াড়দের। কুসাল মেন্ডিস সিরিজের শেষ ম্যাচে ১২৪ রান করে প্রথমবারের মতো ব্যাটারদের শীর্ষ দশে প্রবেশ করেছেন। আসালঙ্কা প্রথম ম্যাচে ১০৬ রান করে দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে। জনিথ লিয়ানাগে ৭ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে রয়েছেন। বাংলাদেশের তৌহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৫১তম স্থান অর্জন করেছেন।
ওয়ানিন্দু হাসারাঙ্গা ১১ ধাপ এগিয়ে ৮ম স্থানে ফিরলেন শীর্ষ দশে।
এই র্যাঙ্কিং ২০২৫ সালের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং সাম্প্রতিক ওডিআই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।