মাত্র ২ ঘন্টায় 'সোল্ড-আউট' মার্টিনেজ শো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী ৪জুলাই মোহনবাগান ক্লাবে আসছেন ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাঁকে একঝলক দেখার আশায় শনিবার মোহনবাগান ক্লাবের সামনে ভীড় জমান শত-শত ফুটবল ভক্ত। ১ এবং ২ জুলাই দুপুর ২টো থেকে ৬টা পর্যন্ত পিডাব্লিউডি কাউন্টার থেকে বিনামূল্যে টিকিট পাওয়া যাবে এমনটাই জানানো হয়েছিল মোহনবাগান ক্লাবের তরফে।
মার্টিনেজকে দেখতে একটি টিকিটের আশায় সকাল ৮টা থেকে দূর দুরান্ত থেকে মানুষ ছুটে আসেন। এবং টিকিটের চাহিদা এতোটাই বেশি হয়ে যায় যে মাত্র ২ ঘন্টায় শেষ হয়ে যায় সাধারণ সমর্থকদের জন্য থাকা সকল টিকিট।
খবর অনুযায়ী, মাথা পিছু ২টির বদলে ১ টি করে টিকিট দেওয়ার পরেও নিমেষেই শেষ হয়ে যায় টিকিট।
আগামী ৪ জুলাই মোহনবাগান মাঠ যে মার্টিনেজময় হয়ে উঠতে চলেছে তা এক প্রকার নিশ্চিত।