সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ার যোগ্য নয় ভারত - বড় বার্তা ইগর স্টিম্যাচের!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসি অনুর্ধ্ব ২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বুধবার সংযুক্ত আরব আমিরশাহির কাছে ০-১ গোলে হেরেছে ভারত। আর এর জেরে কিছুটা হলেও হতাশ কোচ ইগর স্টিম্যাচ। দুর্দান্ত খেলেও মাত্র একটি ভুলেই পয়েন্ট খোয়াতে হল ভারতকে, এই বিষয় নিয়েই হতাশ স্টিম্যাচ।
ম্যাচের পর স্টিম্যাচ বলেছেন, "প্রথমার্ধে আমরা ভালো সামলেছি, বিশেষ করে যখন তরতাজা ছিল। প্রথমার্ধে দুটি দারুণ সুযোগ পেয়েছিলাম আমরা। আমরা একটি ভালো দলের বিরুদ্ধে খেলছিলাম যারা যোগ্য বিজয়ী ছিল। দ্বিতীয়ার্ধে ওরা নিজেদের শক্তি দেখিয়েছে।"
"আমরা নেমে আসছিলাম আর কিছু খেলোয়াড়দের পা থেকে শক্তি বেরিয়ে গিয়েছিল। আমাদের কিছু পরিবর্তন করার দরকার ছিল। আমরা সহজেই একটি পেনাল্টি দিয়ে বসেছিলাম। আমরা একটি ভুল করেছি, আর তার জন্য আমরা পয়েন্ট খুইয়েছি, যদিও আমরা সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ার যোগ্য নই।"
গ্রুপ পর্বে ওমানকে ২-১ গোলে হারিয়েছিল ভারত। তবে সংযুক্ত আরব আমিরশাহির কাছে ০-১ এ হেরেছে টিম ইন্ডিয়া। বর্তমানে দুই ম্যাচে তিন পয়েন্টে রয়েছে ভারত। গ্রুপের শেষ ম্যাচে কিরগিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে নামবে ভারতের তরুণ ব্রিগেড।
যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ নিয়ে ইগর স্টিম্যাচ বলেছেন, "আমরা শেষ ম্যাচে কিরগিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলব। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে, নিজেদের শক্তি ও ক্ষমতা খুঁজতে হবে, আর তা মাঠে দিয়ে পয়েন্ট নিয়ে আসতে হবে। ভারত যোগ্যতা অর্জন করলে গোটা এশিয়া চমকে যাবে। গ্রুপের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ যেখানে পরিস্থিতি বেশ কঠিন। দলগুলি একেবারে অন্যরকম, তবে মাঠে নামার পর বেশ সমান লাগে। প্রত্যেকের নিজেদের শক্তি ও দূর্বলতা রয়েছে।"