এগিয়ে থেকে ফের হার, চার্চিলের বিরুদ্ধে পরাজিত মহামেডান

চার্চিল ব্রাদার্স - ২ (রাজু গায়কোয়াড়, তানা)
মহামেডান - ১ (শেখ ফৈয়াজ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শ্রীনিধির পর এবার চার্চিল, এগিয়ে থেকেও ম্যাচ হেরে বসল মহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার তিলক ময়দানে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ২-১ ফলে পরাজিত হল সাদা-কালো ব্রিগেড।
শ্রীনিধি ম্যাচ থেকে একটিই পরিবর্তন করেন মহামেডান হেড কোচ আন্দ্রে চেরনিশভ। শঙ্কর রায়ের জায়গায় গোলকিপার হিসেবে এই ম্যাচে খেলেছেন জোথানমাউইয়া।
প্রথমার্ধের ১৮তম মিনিটে বক্সের বাইরে থেকে নিকোলা স্টোজানোভিচের শট লাগে বারে। তবে প্রথমার্ধে লড়াকু ফুটবল খেলে দুই দল, কিন্তু গোলমুখ আর খোলেনি। ফলে গোলশূন্য ফলে শেষ হয় প্রথমার্ধ।
এদিকে দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে এগিয়ে যায় মহামেডান। জোথানমাউইয়ার লং বল পেয়ে গোল করেন শেখ ফৈয়াজ। তবে মহামেডানের লিড বেশি সময় টেকেনি। ৫৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে চার্চিলকে সমতায় ফেরান রাজু গায়কোয়াড়।
এরপর এগিয়ে যাওয়ার জন্য দুই দলই চেষ্টা করে। তবে ৮৪ মিনিটে ব্যক্তিগত দক্ষতায় দুরন্ত গোল করে চার্চিলকে এগিয়ে দেন স্প্যানিশ ফুটবলার তানা। পিছিয়ে যাওয়ার ৫ মিনিট পর মহামেডান নামায় আবিওলা দাউদাকে। কিন্তু তা সত্ত্বেও জয় এল না।
এই হারের জেরে ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে মহামেডান। এবং লিগ জয়ের জায়গা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে সাদা-কালো ব্রিগেড।