এটিকে-মোহনবাগানের এই সুপারস্টার বিদেশীকে পেতে মরিয়া চেন্নাইন এবং নর্থইস্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত দুই মরশুম এটিকে এবং এটিকে-মোহনবাগানের হয়ে দুর্দান্ত ফুটবল খেললেও এবার হয়ত ক্লাব ছাড়তে হতে পারে তারকা অসি স্ট্রাইকার ডেভিড উইলিয়ামসকে। আগামী ৩১ মে অবধি চুক্তিবদ্ধ রয়েছেন উইলিয়ামস। কিন্তু যা সম্ভাবনা, তাতে এটিকে-মোহনবাগান তাকে রাখতে চাইছে না।
এই পরিস্থিতিতে ডেভিড উইলিয়ামসকে পেতে ঝাঁপিয়েছে চেন্নাইন এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড। জানা গিয়েছে, ইতিমধ্যে এটিকে-মোহনবাগানের সাথে কথা শুরু করেছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। এমনকি, ডেভিড উইলিয়ামসের এজেন্টের সাথেও কথা শুরু করেছে তারা। যদিও শোনা যাচ্ছে, এটিকে-মোহনবাগানের তুলনায় বেতনের পরিমাণটা কমই দিচ্ছে এই দুই ফ্র্যাঞ্চাইজি।
গত আইএসএলে চেন্নাইন এফসি এবং নর্থইস্ট ইউনাইটেডের আক্রমণ মধ্যমানের ছিল। আর সেখানে এএফসি কোটায় থাকা, আইএসএল খেলা অভিজ্ঞ স্ট্রাইকার হিসেবে দারুণ উপযোগী হবেন ৩৩ বছরের ডেভিড উইলিয়ামস। সেই কারণে এই দুই ফ্র্যাঞ্চাইজি ঝাঁপিয়েছে। ফলে স্বাভাবিক বিষয়, যে দল বেশি বেতনের অফার রাখবে, তারাই হয়ত পাবে উইলিয়ামসকে।