এটিকে-মোহনবাগান থেকে সালাম রঞ্জন সিংয়ে আগ্রহ চেন্নাইন এফসির, তবে রয়েছে একটিই সমস্যা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার এটিকে-মোহনবাগানের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, চেন্নাইন এফসি থেকে তরুণ মিডফিল্ডার কাম ডিফেন্ডার দীপক টাংরিকে সই করিয়েছে তারা। আর এর জেরে একটি বড়সড় ভারতীয় শক্তি হারাল চেন্নাইন। এমন অবস্থায় এবার এটিকে-মোহনবাগানের থেকে কিছু পেতেও চাইছে দুই বারের আইএসএল চ্যাম্পিয়নরা।
আর সেই কারণে, তারকা ডিফেন্ডার সালাম রঞ্জন সিংকে পেতে আগ্রহ দেখিয়েছে চেন্নাইন। জানা গিয়েছে, ইতিমধ্যেই এটিকে-মোহনবাগান কর্তাদের সাথে চুড়ান্ত পর্যায়ের কথাবার্তা বলছেন চেন্নাইন কর্তারা। দলে তেমন প্রতিষ্ঠিত ভারতীয় ডিফেন্ডার নেই, আর এর জেরে সালামের মত অভিজ্ঞ অথচ পরীক্ষিত এক ফুটবলারকে পেতে চাইছে চেন্নাইন।
যদিও সালামকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে চেন্নাইনকে। দুই ক্লাবের তরফ থেকে খবর, এই ট্রান্সফার ফি নিয়েই রয়েছে জটিলতা। ২০২২ সাল অবধি চুক্তিবদ্ধ সালামকে পেতে ৬০ লক্ষ টাকা চাইছে এটিকে-মোহনবাগান, যেখানে ৪৫-৫০ লক্ষ টাকা দিতে চাইছে চেন্নাইন। এই ট্রান্সফার ফি এর দরাদরি মিটিয়ে গেলে আর কোনও অসুবিধা থাকবে না।
২৫ বছরের এই ডিফেন্ডার মাত্র একটিই ম্যাচ খেলেছিলেন গত মরশুমে, আর মাত্র ৪৪ মিনিটই খেলেছিলেন। সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, শুভাশিস বোসের মত তারকা ডিফেন্ডারদের ভিড়ে সালামের সুযোগ পাওয়া ছিল বেশ কঠিন। আর এর জেরে অন্য ক্লাবে গেলেও গেমটাইমও পাবেন সালাম।