কিরঘিজস্থানের হয়ে সর্বাধিক গোল করা ফরোয়ার্ডকে সই করাল চেন্নাইন এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশী বাছাইয়ে চমক দিল চেন্নাইন এফসি। দুইবারের আইএসএল জয়ী ফ্র্যাঞ্চাইজি সই করাল কিরঘিজস্থানের জাতীয় দলের খেলোয়াড় মিরলান মুরজায়েব।
রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেয় চেন্নাইন এফসি। এক বছরের চুক্তিতে চেন্নাইনে সই করেছেন এই ৩১ বছরের তারকা ফরোয়ার্ড। আর এর সাথে আইএসএলের প্রথম কিরঘিজ খেলোয়াড় হিসেবে যোগ দিলেন মুরজায়েব।
কিরঘিজস্থানের জাতীয় দলের হয়ে সব থেকে বেশি গোল করেছেন মুরজায়েব, এছাড়া দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে। ৪৮টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে। গত মাসে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে মায়ানমারের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মুরজায়েব। সেই ম্যাচে ৮-১ ব্যবধানে জিতেছিল কিরঘিজস্থান।
চেন্নাইনে সই করে মুরজায়েব বলেন, "আমি খুবই খুশি চেন্নাইন এফসিতে যোগ দিতে পেরে। আমি অনুশীলনে নামতে অপেক্ষা করতে পারছি না। আমি মুখিয়ে থাকব তামিলনাড়ুর সমস্ত সমর্থকদের প্রতিনিধিত্ব করার জন্য।"